জন্মহার বাড়াতে চীনের ভর্তুকি পলিসি কতটা কাজে আসছে
ওয়াং ইউয়ান যখন সরকারের দেশব্যাপী শিশুদের ভর্তুকির ঘোষণা শোনেন তখন বাড়তি টাকা পাবেন মনে করে কিছুটা খুশি হয়েছিলেন, কিন্তু শিশুদের ডায়াপার, দুগ্ধ জাতীয় পণ্যের উচ্চ মূল্যের দাম স্মরণ হতেই তার সেই আনন্দ ফিকে হয়ে আসে।