Web Analytics

আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ উপলক্ষে ইফতারের জন্য মাসব্যাপী মেট্রোরেল স্টেশনের প্লাটফর্মে ও ট্রেনে ২৫০ মিলিলিটার পর্যন্ত পানি পরিবহন করতে পারবেন যাত্রীরা। তবে পানি যেন প্লাটফর্মে না পড়ে এবং বোতল যেন ডাস্টবিনে ফেলা হয় এ বিষয়ে সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রোরেলের ভেতর অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না। এছাড়া সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে।

Card image

নিউজ সোর্স

RTV 01 Mar 25

রমজানে ইফতারের জন্য পানি বহন করা যাবে মেট্রোরেলে

আগামীকাল রোববার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ উপলক্ষে ইফতারের জন্য মাসব্যাপী মেট্রোরেল স্টেশনের প্লাটফর্ম ও ট্রেনে পানি পরিবহন করতে পারবেন যাত্রীরা। তবে, এক্ষেত্রে পরিমাপ নির্ধারণ করে দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)। সে অনুযায়ী, সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পর্যন্ত পানি বহন করতে পারবেন একেকজন যাত্রী।