আসামে বিধানসভার অধিবেশনকালে জুমার নামাজের বিরতি আর থাকছে না
৯০ বছরের রীতির অবসান। আসাম বিধানসভা অধিবেশনে জুমার নামাজের সময়ে প্রচলিত দুই ঘণ্টার বিরতি তুলে দেওয়া হলা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেওয়া বিতর্কিত সিদ্ধান্ত কার্যকর হয়ে গেল আসাম বিধানসভায়।