Web Analytics

মাগুরার মহম্মদপুরে জুতা সংগ্রহ করতে গিয়ে বিরোধের জেরে কৃষক দল নেতা নুর আলম ভাষান গুরুতর আহত হন। ১৫ দিন আগে অগ্রিম টাকা দিয়ে জুতা অর্ডার করেছিলেন তিনি। রোববার রাতে জুতা নিতে গেলে মুচি বিদ্যুৎ দাসের সঙ্গে কথা কাটাকাটি হয়, যা পরে হামলায় রূপ নেয়। ধারালো বাটালের আঘাতে ভাষান গুরুতর জখম হন। স্থানীয় চিকিৎসা কেন্দ্র থেকে তাকে ঢামেকে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসকরা জানান তার একটি কিডনি নষ্ট হয়েছে। অভিযুক্ত বিদ্যুৎ দাসকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

30 Jun 25 1NOJOR.COM

মহম্মদপুরে জুতা নিয়ে বিরোধে কৃষক দল নেতা গুরুতর আহত

নিউজ সোর্স

মহম্মদপুরে কৃষক দল নেতাকে কুপিয়ে আহত, হামলাকারী আটক

মাগুরার মহম্মদপুরে জুতা সেলাই নিয়ে বিতর্কে মুচির ধারালো বাটালের আঘাতে এক কৃষক দল নেতা গুরুতর আহত হয়েছেন। আহত নুর আলম ভাষান (২৫) উপজেলা সদরের জাংগালিয়া গ্রামের মোহন শেখের ছেলে। তিনি সদর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহবায়ক পদে রয়েছেন।