ফেনীর ৩ নদীর ৩৬ স্থানে ভাঙন, এবারও ক্ষতি কয়েক কোটি টাকা
২০২৪ সালে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখেছিল ফেনীবাসী। সেই ক্ষত না শুকাতেই ফের আঘাত হানে বন্যা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চলতি মাসেই বন্যার মুখে পড়েছিল ফেনীর জনপদ। এ বন্যায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩৬টি অংশে ভাঙন দেখা দিয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এ তথ্য জানিয়েছে।