মিয়ানমার জান্তার বিতর্কিত নির্বাচনে চীনের ছায়া
মিয়ানমারের সামরিক জান্তা সরকার চলতি বছরের শেষের দিকে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে। এ নির্বাচন চলমান গৃহযুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, এ নির্বাচনের মাধ্যমে সংঘাতের অবসান নয়, বরং নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।