Web Analytics

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘাত বৃহস্পতিবার ১৮তম দিনে গিয়ে পৌঁছেছে, যেখানে মোট ৯৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাম্পুচিয়া প্রেস জানিয়েছে, বৃহস্পতিবার সকালে থাই সেনাবাহিনী বান্তে মিঞ্চে প্রদেশের একটি গ্রামে কামানের গোলাবর্ষণ করে, এতে এক কম্বোডিয়ান বেসামরিক নাগরিক নিহত হন। কম্বোডিয়ার জাতীয় পরিষদ এই হামলাকে ‘নৃশংস ও অমানবিক’ বলে নিন্দা জানিয়েছে।

থাইল্যান্ডের ডেইলি নেশন জানিয়েছে, থাই সেনাবাহিনী অভিযোগ করেছে যে কম্বোডিয়া থাইল্যান্ডের সা কায়েও প্রদেশের একটি গ্রামে বিএম-২১ রকেট নিক্ষেপ করেছে, এতে বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাতে ২৩ থাই সেনা, একজন বেসামরিক নাগরিক এবং আরও ৪১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এদিকে কম্বোডিয়ার বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় হিন্দু দেবতা বিষ্ণুর একটি মূর্তি ধ্বংসের ঘটনায় ভারত নিন্দা জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমন কর্মকাণ্ড বিশ্বব্যাপী অনুসারীদের অনুভূতিকে আঘাত করে এবং এ ধরনের ঘটনা ঘটানো উচিত নয়।

26 Dec 25 1NOJOR.COM

থাই-কম্বোডিয়া সংঘাতে ৯৬ নিহত, বিষ্ণু মূর্তি ধ্বংসে ভারতের নিন্দা

নিউজ সোর্স

থাই-কম্বোডিয়া সীমান্তে নিহত বেড়ে ৯৬ | আমার দেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১০: ১২
আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ায় সীমান্ত সংঘাত ১৮তম দিন পার করেছে বৃহস্পতিবার। সংঘাতে উভয়পক্ষের ৯৬ জন প্রাণ হারান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাম্পুচিয়া