ইরান-ইসরায়েল সংঘাত : যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানো নিয়ে দ্বিধাবিভক্ত রিপাবলিকানরা
ইরান-ইসরায়েল সংঘাতে সরাসরি হস্তক্ষেপের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও বিষয়টি নিয়ে খোদ রিপাবলিকান পার্টির মধ্যেই দ্বন্দ্বমুখর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। একদিকে রয়েছে যুদ্ধের সমর্থক রক্ষণশীলরা, যাদের দাবি হলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোয় এখনই হামলা চালাতে হবে। অন্যদিকে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (এমএজিএ) নীতির কট্টরপন্থী সমর্থকরা, যাদের দাবি হলো ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় করা অঙ্গীকার অনুযায়ী যুক্তরাষ্ট্রকে কোনো অবস্থায়ই বিদেশের মাটিতে কোনো ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে দেয়া যাবে না।