এনআইডি তুলতে আর জিডির প্রয়োজন নেই: ডিজি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারানোর পর পুনরায় উত্তোলনের প্রক্রিয়া সহজ করতে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল এক সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে এনআইডি হারালে পুনরায় সংগ্রহের জন্য আর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। এতে নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে বলে আশা করা হচ্ছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।