গাজায় ইসরাইলি বর্বরতায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। এতে নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। এতে নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি। ইসরাইলের এই বর্বরাতায় ক্ষুব্ধ হয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক্সে এক পোস্টে গুতেরেস আরও বলেন,‘আমি যুদ্ধবিরতি মেনে চলার, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃপ্রতিষ্ঠা করার এবং আটক থাকা অবশিষ্ট বন্দিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য জোরালোভাবে আবেদন করছি। গাজায় ইসরাইলের নতুন করে বোমাবর্ষণের নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশের সরকার এবং বিভিন্ন মানবিক সংস্থা।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। এতে নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি।