৯৯৯: ঈদুল আজহায় চাঁদাবাজির অভিযোগসহ ১৪ হাজার কল
হাট, রাস্তা, নদীসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি, জোরপূর্বক পশু অন্য হাটে নিয়ে যাওয়াসহ বিভিন্ন অভিযোগ নিয়ে ঈদুল আজহায় জরুরি পুলিশি সেবা পেতে ১৩ হাজার ৮৩১ ব্যক্তি কল করেছেন। গত ৫ থেকে ১৩ জুন ছুটি চলাকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এসব কল এসেছিল। পরে খোঁজ নিয়ে তাদের সমস্যা সমাধান করেছে পুলিশ।