Web Analytics

বেগম খালেদা জিয়ার অভ্যর্থনায় যানজট এড়াতে পার্কিংয়ের নির্দেশনা দিয়েছে ডিএমপি। নির্দেশনাগুলো হলো— সকল সাংবাদিকের যানবাহন এয়ারপোর্টের বহুতল কার পার্কিং-এ রাখা, অভ্যর্থনাকারীগণের যানবাহন ৩০০ ফিট রাস্তা সংলগ্ন স্বদেশ প্রোপার্টিজ এর খালি জায়গায় পার্কিং করা, গুলশানে আগত সকল সাংবাদিকের যানবাহন গুলশান সোসাইটি পার্কের আশে পাশের সড়কে এক লেনে পার্কিং করা, অভ্যর্থনাকারীগণের যানবাহন বিচারপতি শাহাবুদ্দিন পার্কের আশে পাশের সড়কে এক লেনে রাখা, গমনাগমন রুটে কোনো যানবাহন পার্কিং না করা এবং গাড়ি বহরে অননুমোদিত গাড়ি যুক্ত না করা!

06 May 25 1NOJOR.COM

রাজধানীতে যানজট এড়াতে গাড়ি পার্কিংয়ের নির্দেশনা দিল ডিএমপি

নিউজ সোর্স

রাজধানীতে যানজট এড়াতে গাড়ি পার্কিংয়ের যে নির্দেশনা দিল ডিএমপি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন থেকে সকাল ১০টায় দেশে প্রত্যাবর্তন করবেন। খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করে বিমানবন্দর হতে নিজ বাসভবন গুলশানে যাবেন।