ডোনাল্ড ট্রাম্প-শি জিনপিং ফোনালাপ : আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসবেন দুই নেতা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং টেলিফোনে কথা বলেছেন। গতকাল এ দুই নেতার ফোনালাপ হয়। ৯০ মিনিটের ফোনালাপের পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, ‘ফোনালাপটি গঠনমূলক ছিল এবং শির সম্মতি প্রশংসনীয়।’ তিনি আরো জানান, দক্ষিণ কোরিয়ায় সাক্ষাতের পর তিনি পরের বছর চীন সফর করবেন এবং এরপর শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন। খবর বিবিসি, সিসিটিভি ও শিনহুয়া।