মার্চে বাংলাদেশ ব্যাংক বিল নিলাম হবে ৪ দিন
বাজারে তারল্য সরবরাহ নিয়ন্ত্রণে চলতি মার্চ মাসে ৪ দিন বাংলাদেশ ব্যাংক বিল নিলাম অনুষ্ঠিত হবে।
সোমবার বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাজারে তারল্য সরবরাহ নিয়ন্ত্রণে চলতি মার্চ মাসে ৪ দিন বাংলাদেশ ব্যাংক বিল নিলাম অনুষ্ঠিত হবে। ৩০, ৯০ ও ১৮০ দিন মেয়াদি বিলের ওপর আগামী ৫, ১২, ১৯ ও ২৭ মার্চ নিলাম হবে। যেকোনো বিনিয়োগকারী সর্বনিম্ন ১০ লাখ টাকা বা ১০ লাখ টাকার গুণিতক অংকের যেকোনো মূল্যে বিড দাখিল করতে পারবেন। আরো বলেছে, প্রতি ১০০ টাকার ‘ফেইস ভ্যালুর’ জন্য ডিসকাউন্টে বিলের প্রস্তাবিত ক্রয়মূল্য উল্লেখসহ মোট অভিহিত মূল্য উদ্ধৃত করে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বিড করতে হবে। নিলামের দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে এফএম মডূলের মাধ্যমে বিড দাখিলের কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।
বাজারে তারল্য সরবরাহ নিয়ন্ত্রণে চলতি মার্চ মাসে ৪ দিন বাংলাদেশ ব্যাংক বিল নিলাম অনুষ্ঠিত হবে।