চারদিনে লাউয়াছড়ায় রাজস্ব আয় সাড়ে ৪ লাখ টাকা
ঈদ-উল-আযহার ছুটিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যটন ও দর্শনীয় স্পটগুলোতে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তথ্যমতে, ঈদ উপলক্ষে গত চারদিনে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৩ হাজার ৯ শত ৪৬ জন পর্যটক প্রবেশ করেন। পর্যটকদের প্রবেশ ফি থেকে ৪ লাখ ৫০ হাজার ৫শত ৭০ টাকা রাজস্ব আদায় করা হয়। তবে অত্যাধিক পর্যটকের কারনে লাউয়াছড়া উদ্যানের বন্যপ্রাণীর সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশবাদী কর্মীরা। এদিকে আগত পর্যটক ও দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে তাদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা সার্বক্ষণিক মাঠে সক্রিয় রয়েছেন।
চারদিনে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৩ হাজার ৯ শত ৪৬ জন পর্যটক প্রবেশ করেন। পর্যটকদের প্রবেশ ফি থেকে ৪ লাখ ৫০ হাজার ৫শত ৭০ টাকা রাজস্ব আদায় করা হয়।
ঈদ-উল-আযহার ছুটিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যটন ও দর্শনীয় স্পটগুলোতে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।