Web Analytics

মিরপুরে সাকিব আল হাসানের সমর্থক (সাকিবিয়ান) ও প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাকিব সমর্থকদের একটি দল, 'সাকিবিয়ানস' ব্যানারে, সাকিবকে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার বিদায়ী টেস্ট ম্যাচ খেলার সুযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে। সাকিবকে মিরপুর টেস্টে খেলতে না দিলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগেরও আহ্বান জানিয়েছে তারা। বিকেল ৩টার দিকে, উত্তেজনা বেড়ে যায় যখন সাকিব-বিরোধী বিক্ষোভকারীদের একটি দল 'সাকিবিয়ানদের' মুখোমুখি হয়, যার ফলে হাতাহাতি হয়। উভয় গ্রুপের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষ শুরু হয়, তাতে দু'টো গ্রুপেরই কিছু সদস্য আহত হয়। এ সময় রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে এক সাকিব সমর্থককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Card image

নিউজ সোর্স

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।