খালেদা জিয়ার চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে যা বললেন তারেক রহমান
গত আট বছর ধরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা সব চিকিৎসকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দিনসহ একটি চিকিৎসক দল বিগত আট বছর ধরে বেগম খালেদা জিয়ার চিকিৎসা দিয়েছেন। খালেদা জিয়ার সন্তান হিসেবে এবং পরিবারের সদস্য হয়েও আমরা যারা এই সময়ে দেশনেত্রীর পাশে থাকতে পারিনি, আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে এই চিকিৎসকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ড্যাব সম্মেলনে তারেক বলেন, ‘বিগত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল এমনকি ক্ষেত্রবিশেষে বহু সাধারণ মানুষ যারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদ করতে গিয়ে এই মানুষগুলো বিভিন্নভাবে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। ড্যাবের সদস্যরা এই নির্যাতিত মানুষের চিকিৎসা করেছেন, সেবা দিয়েছেন। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’ এই সময় বিএনপির এই শীর্ষ নেতা ৩১ দফা বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন।
অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দিনসহ একটি চিকিৎসক দল বিগত আট বছর ধরে বেগম খালেদা জিয়ার চিকিৎসা দিয়েছেন। আমাদের অন্তরের অন্তরস্থল থেকে এই চিকিৎসকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি: তারেক
গত আট বছর ধরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা সব চিকিৎসকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান।