Web Analytics

কৃষকদের আগাম আবহাওয়া ও নদ-নদীর অবস্থা জানাতে যাত্রা করা কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নয়ন প্রকল্প চট্টগ্রামসহ অন্যান্য এলাকায় ব্যর্থ হয়েছে। প্রায় ১০০ কোটি টাকার পাঁচ বছরের প্রচেষ্টা সত্ত্বেও যন্ত্রপাতির অধিকাংশ নষ্ট বা নিষ্ক্রিয় রয়েছে, দক্ষ অপারেটর ও রক্ষণাবেক্ষণের অভাবে। ফলে কৃষকরা জরুরি আগাম আবহাওয়া সতর্কতা পাচ্ছেন না। বিলম্ব, প্রযুক্তিগত সমস্যা ও অসম্পূর্ণ অবকাঠামোর কারণে প্রকল্পটি তার প্রতিশ্রুত সুবিধা দিতে পারেনি গ্রামীণ কৃষি সম্প্রদায়ের কাছে।

21 Jul 25 1NOJOR.COM

চট্টগ্রাম অঞ্চলের বেশির ভাগ আবহাওয়া যন্ত্রপাতি অচল, কৃষকরা পাচ্ছেন না আগাম সতর্কতা

নিউজ সোর্স

চট্টগ্রাম অঞ্চলে বেশির ভাগ যন্ত্রই অচল, মিলছে না আগাম আবহাওয়া বার্তা

কৃষি আবহাওয়া ও নদ-নদীর অবস্থা সম্পর্কিত অগ্রিম তথ্য মাঠ পর্যায়ে কৃষকের কাছে পৌঁছে দিতে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাঁচ বছর মেয়াদি প্রকল্পের মেয়াদ এরই মধ্যে শেষ হলেও স্থাপিত বেশির ভাগ যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়েছে। সারা দেশে প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটির আওতায় উপজেলা পর্যায়ে স্থাপিত আবহাওয়া বোর্ড ইলেক্ট্রিক্যাল যন্ত্রপাতির বেশির ভাগই অকেজো। যন্ত্রপাতি পরিচালনায় দক্ষ অপারেটর না থাকা, যন্ত্রপাতির আয়ুষ্কাল না থাকায় কৃষকরা প্রকল্পটির দীর্ঘমেয়াদি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষি আবহাওয়া ও নদ-নদীর অবস্থা সম্পর্কিত অগ্রিম তথ্য দেয়ার কথা থাকলেও মাঠ পর্যায়ে কৃষক পাচ্ছেন না আগাম আবহাওয়া বার্তা।