Web Analytics

শনিবার গাজা সিটিতে বিমান হামলায় হামাসের আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরাইল। প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানান, উবাইদা কমপক্ষে ১১ জনের সঙ্গে নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামাস এ দাবি অস্বীকার করে এটিকে মানসিক যুদ্ধ বলে আখ্যা দিয়েছে। ২০০৪ সাল থেকে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা উবাইদা ২০০৬ সালে গিলাদ শালিত অপহরণের পর আলোচনায় আসেন। শেষ বিবৃতিতে তিনি সতর্ক করেন, হামলায় জিম্মিরাও সমান ঝুঁকিতে থাকবে।

Card image

নিউজ সোর্স

হামাস মুখপাত্র আবু উবাইদা নিহতের খবর জানাল ইসরাইল

গাজায় শনিবার চালানো বিমান হামলায় হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। এ বিষয়ে ইসরাইলি নিরাপত্তা মহলে আগে থেকেই আশাবাদ দেখা গেলেও এটি ছিল প্রথম সরকারি স্বীকৃতি।