আঘাত ছাড়াই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য
যেকোনো আন্দোলন দমনে বলপ্রয়োগের প্রথম পদক্ষেপ হিসেবে সাধারণত লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশের সদস্যদের। একদিকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করলে যেমন সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে, অন্যদিকে বলপ্রয়োগের মাত্রা বেশি হয়ে গেলে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয় তাদের। তবে, এক্ষেত্রে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করতে দেখা গেলে এক পুলিশ সদস্যকে।