ইরানের মাটি থেকেই হামলা চালায় মোসাদ কমান্ডোরাও
ইরানে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে শুক্রবার ভোররাতে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে ইসরাইল। দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের ভেতর থেকেই এ হামলা পরিচালনা করেছে। শুধু তাই-ই নয়; ইসরাইলের বিমানবাহিনীর সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানের ভূখণ্ড থেকেই তেহরানের বেশ কয়েকটি লক্ষবস্তুতে হামলা চালিয়েছে মোসাদও। জেরুজালেম পোস্ট, টাইমস অব ইসরাইল।