সীমান্তের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশিকে গুলি বিএসএফের
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তের বিজিবি ক্যাম্প এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে হাসিবুল ইসলাম নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
লালমনিরহাটের সিংগীমারী সীমান্তের বিজিবি ক্যাম্প এলাকায় বিএসএফের গুলিতে হাসিবুল ইসলাম নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তিনি এখন চিকিৎসাধীন। কাঁটাতারের বেড়ার এপারে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে হাসিবুলকে গুলি করা হয়। সীমান্ত এলাকায় থাকা নিজেদের জমি থেকে দুপুরে ঘাস কাটতে যায় হাসিবুল। একপর্যায়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে বিএসএফের একটি টহল বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে কোনো কারণ ছাড়াই খুব কাছ থেকে গুলি করে। বিজিবি জানায়, বাংলাদেশিকে গুলি করার ঘটনায় বিজিবির আহ্বানে বুধবার বিকাল ৫টায় ওই সীমান্তে পতাকা বৈঠকে অংশ নেয় বিএসএফ। বৈঠকে এ ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশিকে ফেরত চাওয়া হয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তের বিজিবি ক্যাম্প এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে হাসিবুল ইসলাম নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।