Web Analytics

শক্তিশালী শীতকালীন ঝড় যুক্তরাষ্ট্রের মিডওয়েস্টজুড়ে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করেছে। সাউথ ডাকোটা থেকে নিউইয়র্ক পর্যন্ত প্রায় ৫ কোটি ৩০ লাখ মানুষ শীতকালীন আবহাওয়ার সতর্কতার আওতায় রয়েছেন। প্রবল বাতাস, বজ্রবৃষ্টি ও এক ফুটেরও বেশি তুষারপাতে রাস্তাঘাট অচল হয়ে পড়েছে। ডেস মইনেসে রোববার মধ্যরাত পর্যন্ত ১০.৯ ইঞ্চি (২৮ সেমি) তুষারপাত রেকর্ড করা হয়, যা জানুয়ারি ২০২৪-এর পর সর্বোচ্চ দুই দিনের তুষারপাত। শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ৮.৪ ইঞ্চি তুষারপাত রেকর্ড হয়েছে, যা শহরটির ইতিহাসে নভেম্বর মাসের সর্বাধিক তুষারপাতের নতুন রেকর্ড। ইলিনয় পুলিশ জানিয়েছে, শুধু শনিবারই শিকাগো এলাকায় প্রায় ৫০০টি গাড়ি দুর্ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

01 Dec 25 1NOJOR.COM

রেকর্ড তুষারপাত ও ভ্রমণ বিপর্যয়ে যুক্তরাষ্ট্রের মিডওয়েস্টে ভয়াবহ শীতকালীন ঝড়

নিউজ সোর্স

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

শীতকালীন ঝোড়ো আবহাওয়া কবলে যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট। এক ফুটেরও বেশি তুষারপাতে রাস্তাঘাট ঢেকে গেছে। প্রবল বাতাস আর বজ্রবৃষ্টি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। সাউথ ডাকোটা থেকে নিউইয়র্ক পর্যন্ত প্রায় ৫ কোটি ৩০ লাখ মানুষ শীতকালীন আবহাওয়ার সতর্কতার আওতায়

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।