টাঙ্গুয়ার হাওরে পর্যটকের ঢলে পরিবেশ দূষণের শঙ্কা
ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট বা জলাভূমি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এ জলাধার মধ্যনগর ও তাহিরপুর উপজেলার প্রায় ১০০ বর্গকিলোমিটারজুড়ে বিস্তৃত। হাওরের স্বচ্ছ জলরাশি আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে দলে দলে আসছেন পর্যটকরা। এতে সম্ভাবনার পাশাপাশি পরিবেশদূষণ নিয়ে বাড়ছে উদ্বেগ।