‘৫ নেতার শোকজের জবাব পেয়েছে এনসিপি, সিদ্ধান্ত নেবেন আহ্বায়ক-সদস্য সচিব’
জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানের দিন কক্সবাজার ঘুরতে যাওয়ার ঘটনায় শোকজ নোটিশের জবাব দিয়েছেন এনসিপির ৫ নেতা। বৃহস্পতিবার (৭ আগস্ট) দফতরের দ্বায়িত্বপ্রাপ্ত যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত জানান, এ বিষয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবেন।