পুতিনের সঙ্গে ফোনালাপ: যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে যে বার্তা দিলেন শি
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ইরান-ইসরায়েল সংঘাতে আন্তর্জাতিক সম্প্রদায়—বিশেষত যেসব বড় শক্তি এ দুই পক্ষের ওপর বিশেষ প্রভাব রাখে তাদের উচিত উত্তেজনা কমানোর উদ্যোগ নেয়া, উল্টোটা না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন। যদিও শি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি, তবে বিশ্লেষকদের মতে, তার এই মন্তব্য মূলত যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানকে লক্ষ্য করেই দেয়া। খবর সিএনএন।