বিতর্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির দিকেই এগোচ্ছে অন্তর্বর্তী সরকার
অর্থনৈতিক ও রাজনৈতিক মহলে নানা উদ্বেগ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির দিকেই এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। আর সেটি এমন সময় হচ্ছে, যখন ট্রাম্প প্রশাসন আগের তুলনায় বাণিজ্যে কঠোর শুল্কনীতি অনুসরণ করছে, বিশেষত এশীয় দেশগুলোর ওপর। দরকষাকষির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বাজারে ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম তুলনামূলক কম শুল্ক সুবিধা পেতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের রফতানিপণ্য পড়ছে ৩৫ শতাংশ শুল্কের মুখে। সরকারের পক্ষ থেকে অবশ্য দাবি করা হচ্ছে, বাণিজ্য চুক্তিটি দেশের অর্থনৈতিক স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎ রফতানি প্রবৃদ্ধির জন্য এক কৌশলগত পদক্ষেপ।