জামায়াত কিন্তু ঘরে বসে নেই: আফরোজা খানম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, জাতীয় নির্বাচন আসন্ন, এখন কিন্তু ঘরে বসে থাকলে চলবে না। জামায়াতে ইসলামী কিন্তু ঘরে বসে নেই। তাদের দলের নারী কর্মী বাহিনী ঘরে ঘরে ভোটের জন্য নামিয়েছে। সুতরাং তাদের খাটো করে দেখার নেই। নিজেদের মধ্যে গ্রুপিং না করে এখন থেকে ধানের শীষে ভোট চাইতে ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানান।