প্রবাসী সুরক্ষায় কুয়েত রাষ্ট্রদূতের মাইলস্টোন নজির
দেশপ্রেম থাকলে, উদ্দেশ্য স্বচ্ছ হলে ভালো উদ্যোগ নিতে আইন-বিধি, প্রথা কোনো বাধা হয় না। যার এক জলন্ত নজির তৈরি করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের অধিকার সুরক্ষায় সেখানে নেয়া হয়েছে তাৎক্ষণিক কিছু পদক্ষেপ। ফলও মিলতে শুরু করেছে।