‘বিচারের আগে আ.লীগ ও জাপা নির্বাচনে অংশ নিতে পারবে না’
বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ (জাপা) ১৪ দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
জিওপি নেতা রাশেদ খান বলেন, বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিচার হওয়ার পর যদি আদালত মনে করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল ভিন্ন রাজনীতি করবে তাতে আমাদের কোন আপত্তি নাই।' সরকারের একটি মহল অসুস্থ নুরকে দেশের বাইরে পাঠাতে চায় না অভিযোগ করে আরও বলেন, ‘তারা মনে করে দেশের বাইরে পাঠানো হলে সেনাবাহিনী ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এজন্য সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরও এখনো গড়িমসি করছে।’ এই নেতা বলেন, ‘অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের নায়কদের রক্ষা করতে পারছে না। যদি ১/১১ ফিরে আসে তাহলে আমরা সবাই অনিরাপদ। হাসিনা তো ভারতে পালিয়ে গেছে, আমরা তো আর কোথাও পালাতে পারবো না। যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনারা বিদায় নেন।’
বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ (জাপা) ১৪ দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।