Web Analytics

২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে টেসলার বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ১৩.৫% কমেছে, যা ধারাবাহিক দুই প্রান্তিকে পতন নির্দেশ করে। কোম্পানি ৩৮৪,১২২টি গাড়ি সরবরাহ করেছে এবং উৎপাদন সামান্য কমেছে। টেসলার শেয়ারের দাম এ বছর প্রায় ২৬% কমেছে, যা প্রধান প্রযুক্তি শেয়ারগুলোর মধ্যে সবচেয়ে খারাপ পারফরম্যান্স। সাশ্রয়ী মূল্যের চীনা ইভি প্রতিযোগিতা ও সিইও ইলোন মাস্কের রাজনৈতিক প্রতিবাদ ও ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্কের তিক্ততা বিক্রি ও সুনামের ওপর প্রভাব ফেলছে।

Card image

নিউজ সোর্স

টানা দ্বিতীয় প্রান্তিকে বিক্রি কমেছে টেসলার

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৫ শতাংশ বিক্রি কমেছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা টেসলার। এ নিয়ে টানা দুই প্রান্তিক বিক্রির পতন দেখল কোম্পানিটি। খবর আনাদোলু।