টানা দ্বিতীয় প্রান্তিকে বিক্রি কমেছে টেসলার
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৫ শতাংশ বিক্রি কমেছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা টেসলার। এ নিয়ে টানা দুই প্রান্তিক বিক্রির পতন দেখল কোম্পানিটি। খবর আনাদোলু।