যুক্তরাজ্যেও বিপাকে সাবেক ভূমিমন্ত্রী, আর্থিক সংকটে তিন কোম্পানি
গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে দেশত্যাগের পর এবার যুক্তরাজ্যেও বিপাকে পড়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। দেশটিতে থাকা সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন তিনটি কোম্পানি চরম আর্থিক সংকটে ভুগছে। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ইতোমধ্যে কোম্পানিগুলোকে ‘প্রশাসনিক তত্ত্বাবধানে’ নেওয়া হয়েছে।