এপ্রিল-জুন : বাণিজ্য উত্তেজনার মাঝেও চীনে স্থিতিশীল প্রবৃদ্ধি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের কারণ বছরের শুরু থেকে সতর্ক অবস্থায় রয়েছে চীন। জানুয়ারি থেকে দেশটি একের পর এক শুল্ক বাধার মুখে পড়ছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মাঝে বছরে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) চীনের অর্থনীতি ৫ শতাংশের বেশি হারে সম্প্রসারণ হয়েছে বলে এক জরিপে জানা যাচ্ছে। কারণ হিসেবে শক্তিশালী রফতানি আয়কে সামনে আনছেন সংশ্লিষ্টরা।