মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে: প্রিন্স
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে। ৭১ ও ২৪ ভিন্ন, কোনোটিকে খাটো করে দেখার সুযোগ নেই। ৭১ ছিল পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেশ স্বাধীনের যুদ্ধ, ২৪ ছিল স্বাধীন দেশকে ফ্যসিবাদের শৃঙ্খল মুক্তির গণঅভ্যুত্থান। ৭১-এর চেতনায় ৭৫-এর ৭ নভেম্বর, ৯০ ও ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে। মুক্তিযুদ্ধকে ম্লান করার প্রচেষ্টা স্বাধীনতাকে অস্বীকার করার শামিল।