মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩২ অভিবাসী আটক
মালয়েশিয়ার জোহর প্রদেশে বাংলাদেশিসহ ৩২ অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের অভিবাসন বিভাগ।
মালয়েশিয়ায় জোহর প্রদেশে বাংলাদেশিসহ ৩২ অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের অভিবাসন বিভাগ। জানা গেছে, ৬ আগস্ট ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বন্দর বারু আয়ার হিতামে অপস বেলাঞ্জা, অপস সেলেরা, অপস সাপু এবং অপস কুটিপ অভিযানের মাধ্যমে মোট ৩২ জন বিদেশীকে আটক করা হয়। জোহর জেআইএমের পরিচালক দাতুক মোহাম্মদ বলেন, বৈধ ওয়ার্ক পারমিট বা পাস ছাড়াই কাজ করছিলেন, ফলে এই বিদেশিদের আটক করা হয়। ১৬টি স্থানে পরিচালিত অভিযানে মোট ৬২ জন বিদেশী এবং স্থানীয় নাগরিককে তল্লাশি করা হয়। এর মধ্যে মোট ২০ জন পাকিস্তানি পুরুষ, নয়জন বাংলাদেশি পুরুষ এবং একজন পুরুষ ও দুইজন ইন্দোনেশিয়ান মহিলাকে আটক করা হয়।
মালয়েশিয়ার জোহর প্রদেশে বাংলাদেশিসহ ৩২ অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের অভিবাসন বিভাগ।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।