ইসরাইলের গোপন পারমাণবিক তথ্য ফাঁস করবে ইরান
ইসরাইলের পারমাণবিক প্রকল্পের গোপন তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব। রোববার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব জানিয়েছেন, ইসরায়েলের পারমাণবিক প্রকল্পসংক্রান্ত গোপন নথি শিগগিরই প্রকাশ করা হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানের হাতে ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম সম্পর্কিত বিস্তৃত নথি রয়েছে, যার কিছু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও সংশ্লিষ্ট। যদিও কিভাবে এই নথি সংগ্রহ করা হয়েছে তা গোপন রাখা হবে, তথাপি তিনি জানান, তথ্যগুলো দ্রুত প্রকাশ করা হবে। তিনি এসব নথিকে ইরানের জন্য কৌশলগত সম্পদ হিসেবে উল্লেখ করেন। এখনো পর্যন্ত ইসরায়েলি কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি এবং কোনো প্রমাণও দেখানো হয়নি।
ইসরাইলের পারমাণবিক প্রকল্পের গোপন তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব। রোববার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।