বিচার না হলে শেখ হাসিনা ফের সুযোগ নেওয়ার চেষ্টা করবেন: এ্যানি
বিচার না হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের সুযোগ নেওয়ার চেষ্টা করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ভোট ছাড়া ক্ষমতায় থেকে শেখ হাসিনা গত ১৭ বছর দুর্নীতি-দুঃশাসন তৈরি করেছে। এর বিচার দ্রুত হওয়া দরকার। বিচার না হলে শেখ হাসিনা ফের সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। তিনি বলেন, আপনাদের চোখের সামনে বেগম খালেদা জিয়াকে কী পরিমাণ অত্যাচার-নির্যাতন করেছে তা দেখেছেন। এ্যানি জানান, "খালেদা জিয়া বলেছেন, তোমরা হাসিনার বিচারের জন্য যদি আন্দোলন না করো এবং বিচার প্রক্রিয়ার পাশাপাশি সংস্কার প্রক্রিয়া ও নির্বাচনী প্রক্রিয়া যদি না করো, তাহলে এ দেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না।" এ্যানি বলেন, তারেক রহমান একটি স্পেশাল ফ্যামিলি কার্ড চালু করার কথা বলেছেন। এ কার্ড পরিবারের গৃহকত্রীর নামে আসবে। এ সুবিধা পেতে হলে একটা নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা প্রয়োজন।
বিচার না হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের সুযোগ নেওয়ার চেষ্টা করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।