যশোরে কেন্দ্রের ভুলে রসায়নে ফেল, ফল সংশোধনে উত্তীর্ণ ৪৮ শিক্ষার্থী
যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থী রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। তবে পরীক্ষা কেন্দ্রে ব্যবহারিক নম্বর জমা না দেয়ায় ভুল ফলাফল প্রকাশিত হয়। পরে কেন্দ্রসচিব বরাবর আবেদনের পর রোববার (১৩ জুলাই) যশোর বোর্ড থেকে সংশোধিত ফল প্রকাশ করা হয়। নতুন ফলাফলে সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়।