২,৩৬০ অনিবন্ধিত বাংলাদেশির পরিচয় যাচাইয়ে ঢাকায় দিল্লির চিঠি
অনিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুততর করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারত । বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানান, বাংলাদেশি নাগরিকদের একটি তালিকা ইতোমধ্যেই ঢাকা পাঠানো হয়েছে এবং এখন পর্যন্ত ২,৩৬০ জনের তথ্য যাচাই অপেক্ষমাণ রয়েছে।