কুরবানির মাংস নিয়ে খুন: কৃষক দল নেতাসহ ২৫ জনের নামে মামলা
ফরিদপুরের বোয়ালমারীতে কুরবানির মাংস নিয়ে হামলায় হুমায়ুন কবীর (৪৮) নামে এক অটোভ্যান চালক খুন হয়। সোমবার (৯ জুন) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন হুমায়ুন কবীরের মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে হুমায়ুন কবীরের স্ত্রী শিউলী বেগম (৪৫) বাদী হয়ে ২৫ জনের নামে থানায় হত্যা মামলা করেছেন।