Web Analytics

মঙ্গলবার ডাকসু নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র বহনের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তার নির্দেশনায় বলা হয়, আজ ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ব্যতীত অন্য কেউ তার বৈধ/লাইসেন্সধারী অস্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় বহন করতে পারবেন না। কেউ বহন করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার ভোট দেবেন।

Card image

নিউজ সোর্স

RTV 08 Sep 25

ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাবিতে অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র বহনের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।