ইসরায়েল-ইরান সংঘাতে অচল মধ্যপ্রাচ্য, বিমানবন্দরে আটকে হাজারো যাত্রী
ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘাতে মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে আকাশসীমা বন্ধ হয়ে গেছে। উড়োজাহাজ চলাচল কার্যত অচল হয়ে পড়েছে। এতে অসংখ্য যাত্রী বিভিন্ন বিমানবন্দর ও শহরে আটকে পড়েছেন। যুদ্ধের ভয়াবহতা এড়াতে যাত্রীরা মরিয়া হয়ে নিজ নিজ দেশে ফেরার চেষ্টা করছেন। কিন্তু রুট নেই, বিমান নেই, এমনকি গাড়িও নেই। খবর এপি।