২৩৮ কোটি টাকা অন্য ব্যাংকে স্থানান্তরের ব্যাখ্যা দিল বিসিবি
ফিক্সড ডিপোজিট থেকে ১২০ কোটি টাকা সরিয়েছেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ, গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর থেকেই উত্তাপ দেশের ক্রিকেটে। বোর্ডপ্রধানের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা না করেই এই টাকা সরিয়ে নিয়েছেন সভাপতি। এবার এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে ২৩৮ কোটি টাকা অন্য ব্যাংকে স্থানান্তরের ব্যাখ্যা দিয়ে এক বিবৃতি দিয়েছে বিসিবি।