যাদেরকে ‘মুজিববাদের নতুন পাহারাদার’ বললেন নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে টালবাহানা চলছে। জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। জুলাই কেবল কোনো আবেগের বিষয় নয়; জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, রাজনৈতিক গন্তব্য, জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা জুলাই শহীদ ও আহতদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার। মুজিববাদের নতুন পাহারাদের আমরা স্থান দেব না।