বেসরকারি খাতের স্বাস্থ্যসেবা ব্যয় কমাতে উদ্যোক্তাদের ভাবতে হবে- ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের
দেশের জনসংখ্যা অনুযায়ী স্বাস্থ্য খাতে বাজেট নির্ণয় করা হচ্ছে না। এ খাতে এটি প্রাথমিক ও প্রধান একটি ইস্যু যেটাকে সমন্বয় করতে হবে। স্বাস্থ্য খাতে কমপক্ষে ৬-৮ শতাংশ বাজেট দরকার। নয়তো খাতটিতে অনেক কিছু্র ঘাটতি থেকেই যাবে। দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ বিষয় হলো পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) করতে হবে। পিপিপি মডেল দেশে আরো বেশি বিস্তৃত করতে হবে। এক্ষেত্রে বেসরকারি খাতকে অধিকতর গুরুত্ব দেয়া দরকার। বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের সমস্যাগুলো আমরা এরই মধ্যে চিহ্নিত করেছি। যখন যারা ক্ষমতায় থাকবেন, এ খাতের সমস্যা ও নীতি বাস্তবায়নে সিরিয়াস থাকতে হবে। এজন্য অবশ্যই সময়সীমা নির্ধারণ করা দরকার। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নীতি বাস্তবায়ন হয়। তাহলে পরিস্থিতির উন্নয়ন ঘটবে বলে আশা করা যায়। বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের সম্প্রসারণে সরকারি উদ্যোগ প্রয়োজন। এ খাতকে সহযোগিতার জন্য সরকারকে নীতি প্রণয়ন করতে হবে।