Web Analytics

কুমিল্লার চান্দিনায় চুরির অপবাদ দেওয়ায় নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে মো. সবুজ। সবুজের শরীরের ৩০ থেকে ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, সবুজসহ তিনজন এক গ্যারেজে তাদের অটোরিকশাগুলো রাখে। পালাক্রমে তিনজন পাহারাও দেন। প্রায় চার মাস আগে এক রাতে সবুজের পাহারার সময় চোরচক্র দুটি অটোরিকশা নিয়ে যায়। ওই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে মানিক নামে একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয় মাতব্বররা। রাতে পুলিশ আটককৃত মানিককে ছেড়ে দেয়। পরে কয়েকজন মাতাব্বর সবুজকে চোর সাভ্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করে। সবুজের পক্ষে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার সক্ষমতা না থাকায় তিনি ওই রায় মানেনি। রবিবার কয়েকজন মাতব্বরের প্ররোচনায় সালাউদ্দিন নামে এক ব্যক্তি সবুজকে আটক করে তার অটোরিকশা নিয়ে যায় এবং তাকে চোর বলে ৫০ হাজার টাকা জরিমানা দিতে চাপ দেয়। এরপর এই ঘটনা ঘটে।

Card image

নিউজ সোর্স

চুরির অপবাদ দেওয়ায় নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে মো. সবুজ

কুমিল্লার চান্দিনায় চুরির অপবাদ দেওয়ায় নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে মো. সবুজ নামের এক ব্যক্তি। রোববার সন্ধ্যা ৭টায় উপজেলা সদরের সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।