Web Analytics

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন হলে ও এটাকে নির্বাচনের মধ্য দিয়ে সবার সহযোগিতায় অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলে এই বাংলাদেশের মাটিতে আর ফ্যাসিবাদ আসতে পারবে না। এ্যানী বলেন, একদিকে আন্দোলন চলছে আরেকদিকে ২৭ দফা ভিত্তিক কাজ গুলো আমরা করে যাচ্ছি। এক পর্যায়ে ২৭ দফা ৩১ দফায় উন্নীত হয়। যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত সবার আলাপ আলোচনার প্রেক্ষিতে ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে ৩১ দফা ঘোষণা করি। এ্যানী বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার ও নির্বাচনের কথা বলছেন তা বিএনপির ৩১ দফার মধ্যে অনেক কিছুর মিল আছে। জনগণের কাছে বাস্তবভিত্তিক এই ৩১ দফা পয়েন্ট ও বিষয় ভিত্তিক আপনাদের তুলে ধরতে হবে এবং যেখানে ও যার কাছে যে দফাটি বিশেষভাবে আলোচনা করা প্রয়োজন তার কাছে সেইভাবে কথা গুলো তুলে ধরার আহ্বান জানান তিনি।

24 Apr 25 1NOJOR.COM

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ আসতে পারবে না: এ্যানী

নিউজ সোর্স

RTV 24 Apr 25

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ আসতে পারবে না: এ্যানী

বাস্তবে ৩১ দফা বাস্তবায়ন হলে ও এটাকে নির্বাচনের মধ্য দিয়ে সবার আন্তরিকতা সহযোগিতার মধ্যে দিয়ে এবং সকল রাজনৈতিক দল মত একত্রিত করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলে এই বাংলাদেশের মাটিতে আর ফ্যাসিবাদ আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।