মালয়েশিয়ায় ১৭০০ রিঙ্গিতের নিচে বেতনপ্রাপ্ত শ্রমিকদের অভিযোগ করার আহ্বান
মালয়েশিয়ায় কাজ করা অভিবাসী শ্রমিক যারা কি না এক হাজার ৭০০ রিঙ্গিতের (মালয়েশিয়ার মুদ্রা) কম বেতন পান তাদের নিকটতম জনশক্তি বিভাগে (জেটি) অভিযোগ করার পরামর্শ দিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় (কেসুমা)। দেশটির স্থানীয় সময় সোমবার (২৩ জুন) এ পরামর্শ দেওয়া হয়।