প্যানেল গোছানোয় সরগরম ক্যাম্পাস, সময় চায় ছাত্রদল
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। ১৫ সেপ্টেম্বর ভোটের তারিখ ঠিক করেছে রাকসুর নির্বাচন কমিশন। এদিনকে সামনে রেখে রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো ইতোমধ্যে প্যানেল গোছাতে শুরু করেছে। সেই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সাবেক সমন্বয়ক, ইসলামী ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, বামপন্থি ছাত্রসংগঠন, ইসলামী ছাত্রী সংস্থা, সাধারণ শিক্ষার্থী এবং সাংবাদিকদের আলাদা প্যানেল দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। তবে শাখা ছাত্রদলের দাবি-রাকসু নির্বাচনের জন্য তাদের আরও সময় প্রয়োজন। এছাড়া ফ্যাসিস্ট শিক্ষকদের বিচারের পরই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে।