Web Analytics

ডিএসসিসি'র নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে যমুনার সামনেই কাকরাইল মসজিদের মোড়ে সারারাত অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যার পর থেকে হাজারো নেতাকর্মী ইশরাকের নেতৃত্বে এ অবস্থান নেন। ফলে হেয়ার রোড, মৎস্য ভবনের মোড়, কাকরাইল ও সার্কিট হাউজ সড়কসহ আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তারা জানান, বৃহস্পতিবার উচ্চ আদালতের রায় ঘোষণার আগ পর্যন্ত যমুনার সামনে অবস্থান চালিয়ে যাবেন। যদি রায় তাদের বিপক্ষে যায়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ইশরাক জানান, ‌‘দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনা ছাড়বেন না।’

22 May 25 1NOJOR.COM

ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে রাতেও কাকরাইলে বিএনপি নেতাকর্মীদের অবস্থান নিয়ে বিক্ষোভ

নিউজ সোর্স

রাতেও কাকরাইলে বিএনপি নেতাকর্মীদের অবস্থান নিয়ে বিক্ষোভ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে যমুনার সামনেই (কাকরাইল মসজিদের মোড়) সারারাত অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি নেতাকর্মীরা।